পঞ্চগড়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

 প্রকাশ: ১৯ ফেব্রুয়ারী ২০২৩, ০৫:৫৫ অপরাহ্ন   |   সারাদেশ

পঞ্চগড়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

মোঃ লিহাজ উদ্দিন (পঞ্চগড়) :  আগামী ২০ ফেব্রুয়ারি জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে রবিবার ( ১৯ ফেব্রুয়ারি) বিকেলে পঞ্চগড়ের সিভিল সার্জন ও আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।ডাঃ মোঃ রফিকুল হাসান ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর পৃথক সভায় সভাপতিত্ব করেন এবং জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে বিস্তারিতভাবে স্বাগত বক্তব্য রাখেন। আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসিবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম বক্তব্য রাখেন। সভাপতির বক্তব্যে ডা. হুমায়ুন কবীর বলেন, ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন বাস্তবায়নে অতীতে যেভাবে আমরা একসাথে আন্তরিকতার সাথে কাজ করে এসেছি। এবারও যেন ঠিক সেই আন্তরিকতা নিয়ে কাজ করতে পারি সেদিকে সকলে খেয়াল রাখবেন। মানব সেবার মনোভাব আমাদের মধ্যে থাকতে হবে। সকলের  সম্মিলিত প্রচেষ্টায় এবারও ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়িত হবে বলে আমি প্রত্যাশা করছি। তিনি বলেন, অপুষ্টিজনিত অন্ধত্ব দুর করতে এবং শিশু মৃত্যু প্রতিরোধে শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। ২০ ফেব্রুয়ারি  সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার ৬ ইউনিয়নে ১৪৫ টি কেন্দ্রে বিরতিহীনভাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম চলবে। এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।




সারাদেশ এর আরও খবর: